×

জাতীয়

টিস্যুর প্যাকেটে ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৭:৫০ পিএম

টিস্যুর প্যাকেটে ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

টিস্যুর প্যাকেটে ইয়াবা পাচারের সময় রাজধানীর উত্তরা থেকে রকি শেখ (৩০) ও জুয়েল প্রকাশ মানিককে (৩৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পেশায় গাড়ি চালক হলেও এর আড়ালে ইয়াবার কারবার করে আসছিল গ্রেপ্তারকৃতরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টর অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রকি খুলনার খালিসপুর থানার খালিসপুর হাউজিং বাজার এলাকার মো. সুলতান শেখের ছেলে। আর জুয়েল গাজীপুর জেলার জয়দেবপুর থানার মাস্টারবাড়ি এলাকার নিয়ত আলীর ছেলে। গ্রেপ্তার দুইজনই পেশায় গাড়ি চালক, কিন্তু এর আড়ালেই চলে তাদের মাদকের কারবার। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে। আজ ভোরেও এমন একটি চালান নিয়ে যাচ্ছিল তারা। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App