×

সারাদেশ

চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত ৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৬:০৩ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা। এতে সংগঠনটির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে যুবদল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ।

এ প্রসঙ্গে জানতে চাইলে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, যুবদল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে বিক্ষোভের প্রস্তুতি নেয়ার সময় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে পাঁচ-ছয়জন আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে একটি আলোচনা সভা হয়। সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালান।

তবে অভিযোগ অসত্য দাবি করেছেন মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, আমরা শহরে ছিলাম এটা সত্য, কিন্তু আমাদের কমিটি গঠন নিয়ে জরুরি সভা করতে হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শুনেছি, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম পক্ষ ও নয়ন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষই বিএনপি তারা। এখানে যুবলীগের কোনো ভূমিকা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App