×

খেলা

ইয়াসিরের পরিবর্তে বাংলাদেশ দলে মিরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৯:০৫ এএম

ইয়াসিরের পরিবর্তে বাংলাদেশ দলে মিরাজ

ইয়াসির রাব্বি ও মেহেদী মিরাজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জাগলেও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে টস।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির পরিবর্তে এদিন একাদশে জায়গা করে নিয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

টসের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, যেহেতু দক্ষিণ আফ্রিকা দলে একাধিক বামহাতি ব্যাটার রয়েছে তাই আমরা একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ ইয়াসির আলী রাব্বির পরিবর্তে খেলবেন ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকা একাদশেও এসেছে একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে স্পিনার তাবরিজ শামসিকে রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নর্টিয়ে ও তাবরিজ শামসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App