×

জাতীয়

অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড পেলেন মির্জা ফখরুলের মেয়ে শামারুহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৪:০৪ পিএম

অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড পেলেন মির্জা ফখরুলের মেয়ে শামারুহ

ডা. শামারুহ মির্জা

অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড পেলেন মির্জা ফখরুলের মেয়ে শামারুহ
অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড পেলেন মির্জা ফখরুলের মেয়ে শামারুহ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ডা. শামারুহ মির্জাসহ দুই বাংলাদেশি ২০২৩ সালের অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, খবরটি শুনে তিনি খুব খুশি হয়েছেন।

চারটি বিভাগে মোট ১৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শামারুহ মির্জা এবং অন্য মনোনীত প্রার্থী নাজমুল হাসান দুজনেই লোকাল হিরো ক্যাটাগরিতে নাম পেয়েছেন।

ক্যানবেরা টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডা. শামারুহ মির্জা একজন মেডিকেল স্টুডেন্ট কিন্তু তিনি সুস্বাস্থ্যের জন্য মেডিসিনের থেকেও আলোচনা করা, কথা বলাকে অনেক গুরত্বপূর্ণ মনে করেন।

ডা. মির্জা ক্যানবেরায় সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বেচ্ছাসেবী কাজ করে এমন অনেক নারীকে ডিপ্রেশনে ভুগতে দেখেছেন। বিভিন্ন প্রেক্ষাপটের নারীদেরকে তাদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য একটি নিরাপদ স্থান দিতে চান, তিনি ২০১৭ সালে SiTara's Story-এর সহ-প্রতিষ্ঠা করেন।

স্বেচ্ছাসেবক চালিত অলাভজনক এখন কর্মশালা, টকশো, সেমিনার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে যা মহিলাদের মানসিক স্বাস্থ্য, অক্ষমতা, গার্হস্থ্য সহিংসতা, স্ব-যত্ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করতে সহায়তা করে।

২০২১ সালে, সংস্থাটিকে এসিটি মানসিক স্বাস্থ্য পুরস্কার দেয়া হয়েছিল।

৪৪ বছর বয়সী ড. মির্জা নিজেই ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড ২০২১ এর ফাইনালিস্ট ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App