×

খেলা

হেড কোচ হয়ে বাংলাদেশে আসছেন তিলকারত্নে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৬:৪৩ পিএম

হেড কোচ হয়ে বাংলাদেশে আসছেন তিলকারত্নে

তিলকারত্নে

তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। হাশান তিলকারত্নে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১৮ বছর। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে বাংলাদেশ নারী দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

তিলকারত্নে বর্তমানে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী নভেম্বরে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন তিনি। আগামী দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের চেয়ারম্যান নাদেল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি এশিয়া কাপ চলাকালীন সময়ে এই বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে বলেও জানান তিনি।

নাদেল বলেন, ‘আমরা দুই বছরের জন্য তাকে (তিলকারত্নে) নিয়োগ করেছি। আশা করছি নভেম্বরে সে আমাদের সাথে যোগ দেবে। আমরা দীর্ঘদিন মেয়েদের জন্য কোচ খুঁজছিলাম, অবশেষে তাকে পেয়ে আমরা খুশি। শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই নয়, কোচ হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। সে গাইড করলে মেয়েরা ভালো কিছু শিখতে পারবে।’

১৯৮৬ থেকে ২০০৪ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলেছেন তিলকারত্নে। লঙ্কান জার্সিতে ৮৩ টেস্ট এবং ২০০ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App