×

জাতীয়

নিবন্ধন পেতে ভিন্ন নামে জামায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৩:২৭ পিএম

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে জামায়াতে ইসলামীর একটি অংশ। দলটির নিবন্ধনের জন্য বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

নতুন এই দলের সভাপতি হচ্ছেন জামায়াতের ডেমরা থানার আমির আনোয়ারুল ইসলাম সান। আর মহাসচিব হিসেবে ছাত্রশিবিরের সাবেক বিদেশবিষয়ক সম্পাদক এবং বর্তমানে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য নিজামুল হক (নাঈম) এর নাম দেয়া হয়েছে।

আজ দুপুরে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে বিডিপি নামে এই আবেদন জমা দেন। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটির নাম রয়েছে আবেদনে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। এর পাঁচ বছর পর ২০১৮ সালের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App