×

আন্তর্জাতিক

দায়িত্ব পেয়েই জেলেনস্কিকে ফোন সুনাকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১১:২০ এএম

দায়িত্ব পেয়েই জেলেনস্কিকে ফোন সুনাকের

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির। ফাইল ছবি

দায়িত্ব পেয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

মঙ্গলবার (২৬ অক্টোবর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুনাক। দায়িত্ব নিয়েই জেলেনস্কিকে ফোন করেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সুনাক প্রথম যে বিদেশি নেতাকে ফোন দিয়েছেন, তিনি জেলেনস্কি। খবর ডেইলি মেইল।

ফোনে জেলেনস্কিকে যুক্তরাজ্যের অবিচল সমর্থনের আশ্বাস দিয়েছেন সুনাক। দুই নেতার ফোনালাপের পর বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়। সুনাকের এক মুখপাত্র বলেছেন, ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের সময় ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন বরাবরের মতোই জোরালো হবে।

সেই সঙ্গে ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে কিয়েভের প্রতি লন্ডনের সংহতি অব্যাহত থাকবে বলে জেলেনস্কিকে আশ্বস্ত করেন ঋষি সুনাক। তিনি জানান, তার সরকারের ওপর নির্ভর করতে পারেন জেলেনস্কি।

সুনাক প্রধানমন্ত্রী হয়ে বেশ কিছু রেকর্ড করেছেন। যুক্তরাজ্যের ৫৭তম এই প্রধানমন্ত্রী দেশটির ২০০ বছরের ইতিহাসের সবচেয়ে কম বয়সী নেতা। ৪২ বছর বয়সী অশ্বেতাঙ্গ সুনাক যুক্তরাজ্যের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App