×

জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে দুর্বিষহ অবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১১:১০ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে দুর্বিষহ অবস্থা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট এসেছে বনানী পর্যন্ত। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোর পাঁচটা থেকেই শুরু হয়েছে যানজট। এই যানজট এখন বনানীতে এসে ঠেকেছে। এতে যাত্রাপথে ভোগান্তি তীব্র হয়েছে। গতকালকের তুলনায় আজকের দিনের অবস্থা বহুলাংশে খারাপ বলে জানিয়েছে একাধিক পুলিশ সদস্য।

সড়কের বিভিন্ন পয়েন্টের ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার সড়কে যানজট ছিল। দিনভর ভোগান্তিতে পড়ে মানুষ। কিন্তু আজকের অবস্থা আরও বেশি খারাপ। আজ ভোর পাঁচটা থেকেই ময়মনসিংহমুখী সড়কের টঙ্গীর মিলগেট থেকে রাজধানীর বনানী এবং ঢাকামুখী সড়কের গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত যানজট দেখা দিয়েছে। এতে সকাল থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ।

যানজটের কারণ কী? ট্রাফিক পুলিশের সদস্যরা আরও জানান, বিআরটি প্রকল্পের কাজের কারণে এমনিতেই ঢাকার আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়ক সংকুচিত হয়ে পড়েছে। তার ওপর বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই সেসব খানাখন্দে পানি জমে যায়। সড়কের পাশের নালাও নোংরা-আবর্জনায় প্রায় ভরা। এতে নালার পানি উপচে ওঠে সড়কে। আর তাতেই যানজট সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App