শিল্পকলা একাডেমি প্রকাশিত ১৫ গ্রন্থের প্রকাশনা উৎসব

আগের সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

পরের সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২ , ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৬, ২০২২ , ৭:৫৬ অপরাহ্ণ

স্থগিতকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আগামী ১৪ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল ঠিক সেই পর্যায় থেকে শুরু করে পদ্ধতিগতভাবে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও সহকারি রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসারকে অনুরোধ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. মোতায়াক্কিল রহমান ১৪ নভেম্বর সোমবার জেলা পরিষদ নির্বাচনের নির্দেশনা সম্বলিত পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

সীমানা জটিলত নিয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লার মো. শাহজাহান শেখের স্ত্রী শামীমা জাহান উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করলে নির্বাচন কমিশন গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়