×

জাতীয়

সিত্রাংয়ের তাণ্ডবে ১১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:৩৪ এএম

সিত্রাংয়ের তাণ্ডবে ১১ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ ভেঙে ছিঁড়েছে বিদ্যুতের তার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের সর্বশেষ তথ্যানুসারে এই খবর আমরা নিশ্চিত হতে পেরেছি।

তথ্যানুসারে, কুমিল্লায় একই পরিবারের ৩ জন, সিরাজগঞ্জে ২, ভোলায় ৩, বরগুনা ১, শরীয়তপুর ১ ও নড়াইলে ১ জন নিয়ে এখন পযর্ন্ত ১১ জন মারা গেছেন।

ভোলা সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে গাছচাপা পড়ে মনির স্বর্ণকার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র বলছে, মনির সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ঝড়ের প্রভাবে গাছচাপা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ভোলার সদরেও গাছচাপায় একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে ভোলার দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঘরচাপা পড়ে বিবি খাদিজা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদরের সয়দা ইউনিয়নের মোহনপুর এলাকায় সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুই ছেলেসহ এক গৃহবধূ পরিবারের সদস্যদের নিয়ে গতকাল রাত ৯টার দিকে নৌকাযোগে বাড়িতে ফেরছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ঘটনাস্থলে এক ছেলের মৃত্যু হয়। এ সময় অপর ছেলে ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক সেই মাকেও মৃত ঘোষণা করেন। মৃত দুজন হলেন মোহনপুর গ্রামের খোকন হোসেনের স্ত্রী (৩৫) ও শিশুসন্তান (৭)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুমিল্লা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে গাছের নিচে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- হেসাখাল খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের ৪ বছরের শিশু লিজা। হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে প্রবল বেগে বাতাস শুরু হলে তাদের ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবব বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পরে বিস্তারিত জানাতে পারবো। বরগুনা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছচাপায় সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন। মৃতের স্বজনরা বলেন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করে। এছাড়াও শরীয়তপুর ও নড়াইলে আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App