×

খেলা

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৮:৩৩ পিএম

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

মার্কাস স্টয়নিস মাত্র ১৭ বলে করেন ফিফটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস মাত্র ১৭ বলে করেন ফিফটি। এটা টি-টোয়েন্টিতে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া।

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ ৪ ওভারে তুলতে পারেন মোটে ২৬ রান। ১০ বলে ১১ রান করে মাহিশ থিকশানার বলে আউট হন ডেভিড ওয়ার্নার

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান তোলে অস্ট্রেলিয়া। এরপরই হাত খুলেন মার্শ। ১৭ বলে ১৮ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন মার্শ। এর পরে ম্যাক্সওয়েলের ১২ বলে ২৩ রানের ছোটখাটো এক ঝড়ে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েল আউট হলে মার্কাস স্টয়নিস উইকেটে এসে ভয়ংকর হয়ে ওঠেন। ১৫তম ওভারে দুই ছক্কা আর এক চারে হাসারাঙ্গাকে ১৯ পেটানোর পরের ওভারে আরেক স্পিনার মাহিশ থিকশানার ওপরও চড়াও হন ডানহাতি এই ব্যাটার। থিকশানাকে মারেন তিন ছক্কা। ম্যাচ হাতের মুঠোয় চলে আসে অস্ট্রেলিয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App