×

সারাদেশ

 লক্ষ্মীপুরে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০২:২২ পিএম

 লক্ষ্মীপুরে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চলে অর্ধশতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে শতাধিক গাছ পালা পড়ে সাময়িকভাবে একাধিক সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগও।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবল বেগে ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণে এসব ঘটনা ঘটে।

আবহাওয়া অফিসের তথ্যমতে ৭ নম্বর বিপদ সংকেত চলছে লক্ষ্মীপুরে। এখনো থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। নদী তীরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এদিকে দুর্যোগ পরিস্থিতিতে লঞ্চ ও ফেরীসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সদর উপজেলার মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাটে ভোলা-বরিশালগামী ৫ শতাধিক যাত্রী আটকা পড়েছে। তাদের চররমনী এলাকার মাতাব্বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এছাড়া জেলার অন্য আশ্রয়কেন্দ্রগুলোতে লোক সংখ্যা তেমন দেখা যায়নি। উপকূলের বাসিন্দারা তাদের ঘর, গৃহপালিত হাঁস, মুরগি, গরু ছাগল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না বলে জানান।

এদিকে উপকূলীয় এলাকায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি ও দুই শতাধিক স্বেচ্ছাসেবীরা তৎপর রয়েছে। সিত্রাং মোকাবিলায় নগদ টাকা, শুকনো খবার মজুদ রাখা হয়েছে, পাঁচটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App