×

আন্তর্জাতিক

ভালোবাসার দ্বীপে সংঘর্ষে নিহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৫:০৪ পিএম

ভালোবাসার দ্বীপে সংঘর্ষে নিহত ৩০

ভালোবাসার দ্বীপ। ফাইল ছবি

পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশে অবস্থিত ভালোবাসার দ্বীপে দুটি ক্ষুদ্র জাতির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে এখনও সংঘর্ষ চলছে।

সোমবার (২৪ অক্টোবর) থেকেই এ দ্বীপে কুলুমাটা ও কুবোমা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার ২৫ অক্টোবর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী পিটার সিয়ামালিলি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে তাদের উপর লাঠি চার্জ করার নির্দেশনা দেয়া হয়েছে। পাপুয়া নিউগিনিতে অবৈধভাবে ব্যাপক অস্ত্র প্রবেশ করার কারণে প্রায় সময়ই বিভিন্ন ক্ষুদ্র জাতির গোষ্ঠীর মধ্যে এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে।

সরকারিভাবে মৃতের সংখ্যা প্রকাশ করা না হলেও সরকারি একটি সূত্র দ্য গার্ডিয়ানকে জানাং, সংঘর্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে ও ১৫ জন নিখোঁজ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App