×

জাতীয়

দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১১:৪৩ এএম

দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল শুরু

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশ ভূখণ্ড থেকে বিদায় নিয়েছে ভোররাতে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ঝুঁকি কেটে গেছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।

আবদুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সোমবার সব রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানে সোমবার রাত ৯টায়। এর প্রভাবে উপকূলের কয়েকটি জেলায় ৮-৯ ফুট জলোচ্ছ্বাস হয়েছে। উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার।

সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভারতে প্রবেশের মধ্য দিয়ে এরই মধ্যে গুরুত্বহীন হয়ে পড়েছে সিত্রাং। ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App