ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মৃত্যু বেড়ে ৩৮

আগের সংবাদ

বন্ধুর সঙ্গে নাস্তা খাওয়ার সময় অপহৃত ব্যবসায়ী উদ্ধার

পরের সংবাদ

ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২ , ১০:৫৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৫, ২০২২ , ১১:০১ অপরাহ্ণ

আগামী ডিসেম্বরে আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য জানাতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের ৪১৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ছয় হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এবং এক হাজার মৎস্যঘের ভেসে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করে জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং ভালোভাবে মোকাবিলা করা গেছে। এ জন্য ধন্যবাদও জানিয়েছেন। কিন্তু আগামী ডিসেম্বরে একই রকম আরেকটি ঘূর্ণিঝড় আসার আশঙ্কা আছে। এ জন্য একইভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ছয় হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে আনা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার মধ্যরাতে আশ্রয় নেয়া মানুষেরা বাড়িতে যাওয়া শুরু করে। আজ সকালের মধ্যে সব আশ্রয়কেন্দ্র খালি হয়েছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়