×

জাতীয়

মনিটরিং সেল খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:৩১ পিএম

মনিটরিং সেল খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

ছবি: পিএমও

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় মনিটরিং সেল খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সার্বক্ষণিক তদারকি করছেন। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য জানান।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেলের মাধ্যমে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উদ্ভুতো দুর্যোগ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। এ সংক্রান্ত যেকোনো তথ্য পেতে মোবাইল নম্বর- ০১৭৬৯০১০৯৮৬, টেলিফোন নম্বর- ০২-৫৫০২৯৫৫০, ০২-৫৮১৫৩০২২ এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App