×

জাতীয়

বরিশালের দিকে এগুচ্ছে ‘সিত্রাং’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:১২ পিএম

বরিশালের দিকে এগুচ্ছে ‘সিত্রাং’

ফাইল ছবি

বৃষ্টিতে শক্তি ক্ষয় হয়ে বরিশালের দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। ফলে এই ঝড়ের তীব্রতা কমার আশা করা হচ্ছে। হচ্ছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আনিসুর রহমান বলেন, ঝড়টির গতি বরিশালের দিকে হলেও বৃষ্টির কারণে এর শক্তি ক্ষয় হচ্ছে। ফলে খুব প্রবল শক্তি নিয়ে এটি আঘাত করার আশঙ্কা কম, তবে বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে হতে পারে উঁচু উচ্চতার জোয়ার।

বরিশাল আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়টি আঘাত হানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা উপকূলীয় বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও ভোলা জেলার। তবে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা কম রয়েছে। কারণ, প্রবল বৃষ্টি হচ্ছে। তা ছাড়া বায়ুমণ্ডলে সেই অবস্থা নেই।

বরিশালের সব জেলা ও উপজেলাগুলো ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে বিভাগের তিন হাজার ৯৭৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঠে নামানো হয়েছে। তারা সংকেত প্রচার করছেন। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান একসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় রবিবার থেকেই কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App