×

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হতে চান না বরিস জনসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৯:০০ এএম

প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এবারের নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও অন্য এক নেতার চেয়ে একটু বেশিই আলোচনায় ছিলেন তিনি। কিন্তু নিজেকে গুঁটিয়ে নিলেন বরিস জনসন। রবিবার ব্রিটিশ সময় রাতে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন তিনি।

বরিস জনসন সরে যাওয়ার পর ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির আরেক নেতা ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও দ্বিগুণ হলো। খবর আল জাজিরার।

উল্লেখ্য, বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর এ পদে আসিন হন লিজ ট্রাস। কিন্তু অর্থনীতি পুনুরুদ্ধারে তিনি যে বাজেট পেশ করেছেন তা তার গলার কাটা হয়ে দাঁড়ায়। পরবর্তীতে নিজের অক্ষমতা ঢাকতে তারই নিয়োগ দেয়া অর্থমন্ত্রীকে চাকরিচ্যুত করেন। এরপর লিজ ট্রাসও প্রধানমন্ত্রীর পদে থাকার গ্রহণযোগ্যতা হারান। শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনার পরেও পদত্যাগের পথে হাঁটতে হয়েছে তাকেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App