×

সম্পাদকীয়

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১২:২৩ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে

২০১৮ সালে প্রণয়ন করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনা, আইনটির অপপ্রয়োগ ও এতে নানা অসামঞ্জস্য রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার এডিটরস গিল্ডের আয়োজনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বিতর্ক’ শীর্ষক এক বৈঠকে এসব অভিযোগ উঠে আসে। গ্রেপ্তার থাকা অবস্থায় কারাগারেই মৃত্যুবরণ, অজামিনযোগ্য ধারা, ছোট অপরাধে বড় দণ্ড, একই বিষয়ে দেশের বিভিন্ন স্থানে মামলাসহ এই আইনের বেশ কয়েকটি অসামঞ্জস্য খুবই দুঃখজনক। এতে সাংবাদিক, শিল্পী ও সাধারণ মানুষ অনেক সময় হয়রানির শিকার হচ্ছেন। যা মোটেও কাম্য নয়। আইন করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সুরক্ষা দেয়া, অথচ সেই আইনই যদি জনগণের স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে ব্যক্তির স্বাধীনতা ও সুরক্ষা ব্যাহত হয়। এই আইনের মাধ্যমে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের অধিকার ও কর্মপরিবেশ সীমিত, এমনকি খর্ব করার ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহলের আপত্তির মুখেই জাতীয় সংসদে ‘ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮’ পাস হয়। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে এই আইনটি একটি খড়গ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপুল সম্প্রসারণের এই যুগে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইন ও বিধিবিধানের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করি না। আমরা দেখছি, দেশে সাইবার অপরাধ ব্যক্তি ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনাও ঘটেছে। প্রচলিত ব্যবস্থায় এসব অপরাধ যেমন রোধ করা যাচ্ছে না, তেমনি প্রচলিত আইনেও এসব অপরাধের বিচার করা সম্ভব হচ্ছে না। তাই সময়োপযোগী আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর আমাদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দেখা দিয়েছে নতুন আইনের ৩২ ধারাসহ কয়েকটি ধারা। এই আইনের ৩২(১) ধারায় অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের আওতাভুক্ত কিছু অপরাধ করলে বা করতে সহায়তা করলে অনধিক ১৪ বছরের কারাদণ্ড বা অনধিক ২৫ লাখ টাকা জরিমানা হবে। ২৫ ধারার (ক) উপধারায় বলা হয়, জেনে-বুঝে মিথ্যা তথ্য প্রচার করলে অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক তিন লাখ টাকা জরিমানা হবে। এসব ধারায় মানবাধিকার বিপন্ন হতে পারে, বিশেষ করে গণমাধ্যমের কণ্ঠরোধ হতে পারে। এ রকম কোনো ধারা নিশ্চয়ই থাকা সমীচীন নয়। এর সংশোধন জরুরি। ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনের বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনার কথা থাকলেও তা নিয়ে এখনো আলোচনা হয়নি। এমতাবস্থায় আমরা উদ্বিগ্ন। সরকার আন্তরিক হলে সংসদে আইনটির সংশোধন সম্ভব। এ ক্ষেত্রে আলোচনার বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার সেটাই করবে- এ আমাদের প্রত্যাশা। নির্বাচনকে সামনে রেখে তিনটি আইনের কথা বলা হচ্ছে। উপাত্ত সংরক্ষণ আইন নামে একটি আইনও করা হচ্ছে। এতে সরকার সবার ডাটা পাবে। উপাত্ত সংরক্ষণ ব্যবস্থাপনার সামান্য ত্রæটি দেশের নিরাপত্তা ব্যবস্থায় অনেক বড় হুমকির কারণ হতে পারে। তাই বাস্তবতার নিরিখে সব দিক বিবেচনা করে কর্তৃপক্ষের উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই আইনের অপপ্রয়োগ বন্ধ করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App