মনিটরিং সেল খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

আগের সংবাদ

কাল বা পরশু গাইবান্ধা-৫ এর রিপোর্ট

পরের সংবাদ

ঘূর্ণিঝড় সিত্রাং

প্রবল স্রোতে ভেসে এলো বিদেশি জাহাজ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ৫:৪১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৪, ২০২২ , ৫:৫৯ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল স্রোতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে ভেসে এসেছে একটি বিদেশি জাহাজ। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে কোনো মানুষ ছাড়া জাহাজটি ছেড়া দ্বীপে ভেসে আসে বলে স্থানীয়রা জানান।

দ্বীপের বাসিন্দা বরকত আলী বলেন, দুপুরের দিকে সাগর থেকে জাহাজটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে আসে। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। তবে জাহাজটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর। তীব্র স্রোতে সাগর থেকে ছেড়া দ্বীপে ভেসে এসেছে এই বড় বিদেশি জাহাজটি।  জাহাজটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি আমরা।

তিনি জানান, সকাল থেকে প্রচণ্ড ঝড়ো বাতাসে আমার এলাকায় বেশকিছু গাছপালা ও ঘরবাড়ির টিন-চাল উড়ে গেছে। আমরা দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সাগর থেকে একটি বিদেশি জাহাজের ভেসে আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়