বান্দরবানে ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ জনের ফাঁসি

আগের সংবাদ

মনিটরিং সেল চালু, তদারকি করছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

স্থানীয় সরকারমন্ত্রী 

ডেঙ্গু মোকাবিলায় সরকার আন্তরিক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ৬:২৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৪, ২০২২ , ৭:০২ অপরাহ্ণ

সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিকভাবে কাজ করছে। আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।

সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে  ক্লিং আপ ক্যাম্পেইন – এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

মন্ত্রী বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সন্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ অব্যহত রাখতে হবে।

জাতিসংঘ দিবস পালন উপলক্ষে Clean up Campaign-অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়