দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়ে গেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় লেনদেন শুরুর এক ঘণ্টা পর কারিগরি ত্রুটি দেখা দিলে ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়।
ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান লেনদেন বন্ধের বিষয়টি জানিয়েছেন।
কোন ধরনের কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ডিএসইর সংশ্লিষ্ট একাধিক সূত্র। আজ বাকি সময়ে আদৌ লেনদেন চালু করা যাবে কি না, সেটিও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।