×

জাতীয়

সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৯:৩১ এএম

সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু

ফাইল ছবি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে সেতুর সঙ্গে ধাক্কায় ঢাকা-ডামুড্যাগামী স্বর্ণদ্বীপ নামে এক যাত্রীবাহী লঞ্চ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ লঞ্চটি ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। ভোর রাতের দিকে মেঘনা নদী থেকে লঞ্চ জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে। ওই পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন আরও পাঁচজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App