×

আন্তর্জাতিক

নিখোঁজ জার্মান বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০২:৫৯ পিএম

নিখোঁজ জার্মান বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

নিখোঁজ হওয়া জার্মান বিমান। ছবি: সংগৃহীত

কোস্টারিকা থেকে পাঁচজন জার্মান নাগরিক নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৩ অক্টোবর) কোস্টারিকার কর্তৃপক্ষ জানায়, লিমন বিমানবন্দর থেকে ২৮ কিলোমিটার দূরে একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেটাকেই নিখোঁজ হওয়া বিমান বলে ধারণা করা হচ্ছে। খবর রয়র্টাসের।

জানা গেছে, নিখোঁজ হওয়া বিমানটিতে জার্মানির সবচেয়ে বড় ফিটনেস চেইন এমসিফিটের প্রধান রেইনার শলার তার ব্যবসায়িক পার্টনার ও তাদের বাচ্চাদের সঙ্গে ছিলেন।

জার্মানির জননিরাপত্তামন্ত্রী জর্জ টোরেস জানান, শুক্রবার মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইট বিমানের বিষয়ে একটি সতর্কতা পেয়েছেন তারা।

টোরেস বলেন, বিমানটিতে পাঁচ জার্মান নাগরিক যাত্রী ছিল। বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App