×

জাতীয়

চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৬:০১ পিএম

দেশে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিনি আমদানিতে ঋণপত্র খোলা ও নিষ্পত্তির তথ্য বিশ্লেষণ করে জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। এছাড়া, খুব শিগগিরই আরো এক লক্ষ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী।

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জী এম আবুল কালাম আজাদ বলেন, ২০২১ সালে ১৭ লাখ টন চিনি আমদানি করা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে প্রায় সাড়ে ১৬ লাখ টন চিনি আমদানি করা হয়েছে। পাইপলাইনে আছে আরো এক লাখ টন। যা খুব শিগগিরই দেশে আসবে। সব মিলিয়ে দেশে চিনি সরবরাহে কোন ঘাটতি নেই।

বাংলাদেশ ব্যাংক কেনো এসব বিজ্ঞপ্তি দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে বিশেষ নজর রাখছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করেই বাংলাদেশ ব্যাংক এমন উদ্যোগ নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App