×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে মা-ছেলে আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০১:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে মা-ছেলে আহত

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে আহত হয়েছেন। গুরুতর আহত মা ও ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের উদয়ন মোড় এলাকার উসকাঠি পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উসকাঠি পাড়া মহল্লার মৃত. তোফজুলের স্ত্রী ফাহমিদা বেগম (৫৫) ও ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৫)।

স্থানীয়রা জানান, রাতে নিজ বাড়িতে কাজ করার সময় ঘরে রাখা ককটেল বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ সময় পর পর দুটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণে ফাহমিদা বেগম আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণে তার ছেলে শহিদুল গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দ ও তাদের চিৎকারে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহফুজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল বানানোর সময় এ ঘটনা ঘটে। আহত শহিদের সৎ ভাই আরিফুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App