হোবার্টে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান ম্যাচে শ্রীলঙ্কাকে ১২৯ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তুলেছে ১২৮ রান।
বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভারে দুই উইকেটে ৪০ আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় চার উইকেট।
পল স্টারলিং ২৫ বলে করেন ৩৪ রান। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মাহিশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৭ ওভারে ৫৮/০
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।