তৃতীয় মেয়াদে শীর্ষ নেতা হলেন শি জিনপিং

আগের সংবাদ

ইউক্রেনকে পানিতে তলিয়ে দিতে চান পুতিন

পরের সংবাদ

পলাশবাড়ীতে ইজিবাইক উল্টে নিহত ১, আহত ২

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২ , ১১:১২ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২৩, ২০২২ , ১১:১৪ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী ইজিবাইক উল্টে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রবিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আছিয়া বেগম উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মনির উদ্দীনের স্ত্রী।

আহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের জাহাঙ্গীর (৬০) ও গাইবান্ধা সদররের চান্দুস মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাইবান্ধা থেকে পলাশবাড়ী গামী একটি ইজিবাই উপজেলা সদরের রাইসমিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়