×

খেলা

সেমিফাইনাল খেলার স্বপ্ন জিম্বাবুয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৫:৫৩ পিএম

সেমিফাইনাল খেলার স্বপ্ন জিম্বাবুয়ের

জিম্বাবুয়ে ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে জায়গা করে নেয়ায় সেমিফাইনালের আশায় বুক বাঁধছেন দলটির কোচ ডেভ হটন। হটনের ইচ্ছা, সেমিফাইনাল খেলুক তার দল।

জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবার পরেই ১১টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে নয়টি জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মঞ্চে আসা জিম্বাবুয়ে এর আগে ঘরের মাঠে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। ২০ ওভারের ক্রিকেটে সময়টা বেশ ভালোই যাচ্ছে হটনের শিষ্যদের।

হটন বলেন, দেশ ছাড়ার সময় আমি ছেলেদের বলেছি যে, কোয়ালিফাই করতে পেরেছি, এটি দারুণ ব্যাপার। তবে এটি মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো সুপার টুয়েলভ যাওয়া এবং পরের ধাপে যতটা সম্ভব প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়া। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, তাহলে আরও ভালো হবে। তবে আমি এখন একটি, একটি করে ম্যাচ নিয়ে ভাবব।

হোবার্টে ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App