×

সারাদেশ

মোটরসাইকেল টেনেহিঁচড়ে নিতে নিতে পুড়ল বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৯:৪৯ পিএম

মোটরসাইকেল টেনেহিঁচড়ে নিতে নিতে পুড়ল বাস

শনিবার যশোর-খুলনা মহাসড়কের গোপালপুরে মোটরসাইকেলে হানিফ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য মেহেদী হাসান নিহত হন। ছবি: সংগৃহীত

যশোর-খুলনা মহাসড়কের গোপালপুরে মোটরসাইকেলে হানিফ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ধাক্কা দেয়ার পর মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বাস। এতে আগুন ধরে পুড়ে যায় বাসটি। তবে চালকসহ বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

নিহত মোটরসাইকেল আরোহী মেহেদী খুলনার সোনাডাঙ্গার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিকে ধাক্কা লাগার পর হানিফ পরিবহনের বাসটি দ্রুতবেগে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসের সামনে মোটরসাইকেলটি আটকে গেলে ওই অবস্থায় প্রায় আধা কিলোমিটার বাসটি চলতে থাকায় মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে জ্বলা আগুনে পুড়ে যায় পুরো বাসটি।

পুলিশ জানায়, নিহত বিজিবি সদস্য মেহেদী দুদিনের ছুটি শেষে খুলনা থেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এদিকে পরিবহনে সাত-আটজন যাত্রী থাকায় তারা দ্রুত নেমে পড়লে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান। ঘটনার প্রায় ৪৫ মিনিট পর দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়লে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক শফিকুল আলম চৌধুরী বলেন, ‌নিহত বিজিবি সদস্যের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বাস চালক পলাতক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App