×

আন্তর্জাতিক

পার্টি কংগ্রেস থেকে বহিষ্কৃত হু জিনতাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১১:৫৫ পিএম

পার্টি কংগ্রেস থেকে বহিষ্কৃত হু জিনতাও

চীনের প্রভাবশালী নেতা হজু জিনতাওকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় শনিবার। ছবি: সিএনএন

সাবেক চীনা নেতা হু জিনতাওকে কমিউনিস্ট পার্টি কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন। আকস্মিকভাবেই দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে দুজন কর্মকর্তা এসে সভাকক্ষ থেকে বের করে নিয়ে গেছে।

এই ঘটনার লাইভ ফুটেজ বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। ঘটনাটি হলো, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একদম কাছে বসেছিলেন হু জিনতাও। রুদ্ধদ্বার বৈঠক শেষে লাইভ ক্যামেরার সামনে বৈঠক শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই ৭৯ বছর বয়সি এই নেতাকে তুলে ধরে নিয়ে যায়। ফুটেজ দেখে মনে হচ্ছে, ওই দুজন কর্মকর্তা হু জিনতাওকে কিছু বলছেন। অল্প কিছুক্ষণ পর শি জিনপিংকে কিছু বলছেন তিনি। আর চীনা প্রেসিডেন্ট মাথা নাড়ছেন। খবর বিবিসির।

https://youtu.be/siDerKJLGIs

কংগ্রেস থেকে হু জিনতাওয়ের মতো এত বড় নেতাকে বের করে নিয়ে যাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি চীনা সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App