×

জাতীয়

বাংলাদেশ ছিনতাই হয়ে গেছে: মেনন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৪:৫৪ পিএম

আমরা যে বাংলাদেশ সৃষ্টি করেছি সে বাংলাদেশ আমাদের হাত থেকে ছিনতাই হয়ে গেছে। এর প্রতিকারে কিছুই করতেও পারছি না। এর বিপরীতে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনের সেমিনার হলে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত দিনব্যাপী পঞ্চম জাতীয় প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ইতিহাসবিদ, গবেষক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, নিজের করি’র সমন্বয়ক ডা. সারোয়ার আলী, শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম, ঐক্য ন্যাপের সভাপতি এডভোকেট আসাদুল্লাহ, বাসদ নেতা শফিউদ্দিন মোল্লা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কো চেয়ারম্যান কাজল দেবনাথ। ঘোষনা পত্র পাঠ করেন ড. সেলু বাসিত।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট প্রকট হয়ে উঠেছে, তবে এসব সংকটের চেয়ে বড় সংকট সাম্প্রদায়িকতা উল্লেখ করে রাশেদ খান মেনন আরো বলেন, প্রতিনিয়ত আমাদের মননে সাম্প্রদায়িকতার বীজ প্রোথিত হচ্ছে। এর বিরুদ্ধে লড়াইও করতে পারছি না। তবে মানুষের মগজে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, সমাবেশ কিংবা মানববন্ধন নয়, সমাজের নীচু স্তরের মানুষের কাছে যেতে হবে। সেখানে রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, এটা পরে হোক। আগে তাদের সঙ্গে সংযুক্ত করতে হবে নিজেকে।

অনুষ্ঠানের উদ্বোধক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি। তবে আমাদের নয়ন জলে ভাসলে হবে না, ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে একত্রিত হতে হবে এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের মতো সংগঠনের পাশে থেকে অগ্রসর ভাবনায় মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App