×

জাতীয়

ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের শঙ্কা মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১০:৫৬ পিএম

রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় বয়ে যাচ্ছে তাপদাহ। প্রচণ্ড গরমে জনজীবন হাঁসফাঁস করছে। এ পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পরিস্কার হচ্ছে। আগামী মঙ্গলবার ঘণ্টায় প্রায় ৯৩ কিলোমিটার বেগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

শুক্রবার (২১ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

অপরদিকে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী দুই দিনের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়াসহ দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App