×

সারাদেশ

কারাগারে নাটোরের সেই অ্যাম্বুলেন্স চালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১১:৩৬ এএম

কারাগারে নাটোরের সেই অ্যাম্বুলেন্স চালক

অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেন

ডাক্তার সেজে রোগীকে চিকিৎসা দিতে যাওয়া নাটোরের লালপুর উপজেলার বেসরকারি অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার লালপুর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোসলেম উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাম্বুলেন্স চালক আমজাদ গত ৫ অক্টোবর সন্ধ্যায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সেজে রোগী দেখছেন। এমন একটা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে সংবাদটি আদালতের নজরে এলে ৮ অক্টোবর নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ স্বপ্রণোদিত হয়ে আমজাদ হোসেনের অপরাধ আমলে নেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। গত বুধবার অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত মামলাটি বিচারের জন্য নাটোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি করেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যার পর বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক আমজাদ হোসেন গলায় স্টেথিস্কোপ ঝুলিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছিলেন। এই দৃশ্য একজন ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App