×

খেলা

আয়ারল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজের ১৪৭ রানের লক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১২:১৯ পিএম

আয়ারল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজের ১৪৭ রানের লক্ষ্য

ছবি: টেন স্পোর্টস

ব্রেন্ডন কিংয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তুলেছে ক্যারিবীয়রা। সুপার টুয়েলভে যেতে হলে আয়ারল্যান্ডকে করতে হবে ১৪৭ রান।

‘নকআউট’ সমীকরণে দাঁড়ানো এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা হোচট খায় শুরুতেই। কাইল মেয়ার্স বিদায় নেন ব্যারি ম্যাকার্থির শিকার হয়ে।

আরেক ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন সাজঘরে। তবে সিমি সিংয়ের সেই ওভারেই আরও একটা উইকেট পেতে পারত আয়ারল্যান্ড। কিংয়ের সেই ক্যাচটা তালুবন্দি করতে পারেননি সিমি।

আইরিশরা তার খেসারতই দিয়েছে এরপর। ওপাশে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখলেও কিং ঠিকই একপাশ আগলে খেলে ফেলেছেন ৪৮ বলে ৬২ রানের ইনিংস। শেষে এসে ওডিন স্মিথের কাছ থেকে দারুণ সঙ্গ পেয়েছেন।

স্মিথ ১২ বলে দুই ছক্কায় করেছেন ১৯ রান। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ শেষমেশ ১৪৬ রানের পুঁজি পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App