×

বিনোদন

শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ১০:০৮ পিএম

শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব
শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশ-ভারতের ১২২টি সাংস্কৃতিক দল নিয়ে শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে ১১ দিনের গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার হলে এ উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন উদযাপন পর্ষদের সভাপতি গোলাম কুদ্দুছ।

৩১ অক্টোবর শেষ হবে এগারোদিনের এই উৎসব, এমনটিই জানিয়েছেন আয়োজকরা।

দশমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে গঙ্গা- যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২২ উদযাপন পর্ষদ। বাংলাদেশের পাশাপাশি ভারতের পাঁচটি দল এই উৎসবে অংশগ্রহণ করছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে একযোগে অনুষ্ঠিত হবে উৎসবের কার্যক্রম।

উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ।

আরো অতিথি থাকবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, লিয়াকত আলী লাকী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারোয়ার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। নাটক, কবিতা, নাচ, গান, আবৃত্তিতে প্রায় ৪ হাজার শিল্পী অংশ নেবে এবার। উৎসবে আসছেন ওপার বাংলার বিখ্যাত অভিনেতা গৌতম হালদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App