দখল করা ৪ অঞ্চলে সামরিক আইন জারি পুতিনের

আগের সংবাদ

বিশ্বসাহিত্য কেন্দ্রে চিঠি প্রেমীদের মিলনমেলা

পরের সংবাদ

ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ , ৯:৩৬ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৯, ২০২২ , ১১:১৩ অপরাহ্ণ

ছাদ থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সহপাঠী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, হঠাৎ বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষার্থীরা। এ সময় হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলা থেকে মসজিদের সামনে টিউবওয়েলের পাকার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সেখানকার শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীর মৃত্যুতে বিক্ষোভ করছেন রাবি শিক্ষার্থীরা

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়