×
Icon ব্রেকিং
ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, ইরানের বিভন্ন শহরে বিমান চলাচল বন্ধ

জাতীয়

বাংলাদেশসহ ৪৫ দেশে দুর্ভিক্ষের শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৬:৫৪ এএম

বাংলাদেশসহ ৪৫ দেশে দুর্ভিক্ষের শঙ্কা

প্রতীকী ছবি

# মোট জনসংখ্যার ২১ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে # বিশ্বে খাদ্যশস্য উৎপাদন কমবে ২.১ শতাংশ

বাংলাদেশসহ ৪৫ দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ইউক্রেন যুদ্ধের মধ্যেই প্রবল হয়েছে এই আশঙ্কা।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই বাংলাদেশেই গত বছর খাদ্য আমদানি করতে হয়েছে এক কোটি পাঁচ লাখ ৩৩ হাজার টন। শুধু চাল আমদানিতেই ৮৬ কোটি টাকা ব্যয় হয়েছে। অপরদিকে, গম আমদানিতে খরচ হয়েছে প্রায় ১৮৩ কোটি টাকা।

সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। আর এমনই বাস্তবতায় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে ডব্লিউএফপি। সংস্থাটি বলছে, বিশ্বে চরম খাদ্য সংকটে পড়ার আশঙ্কায় থাকা ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আশঙ্কা করে আরও বলছে, চলতি বছর বিশ্বব্যপী খাদ্যশস্য উৎপাদন কমবে দুই দশমিক এক শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App