×

জাতীয়

প্রয়োজনে ডেঙ্গুরোগীর চিকিৎসা দেয়া হবে কোভিড হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৮:৫৬ এএম

প্রয়োজনে ডেঙ্গুরোগীর চিকিৎসা দেয়া হবে কোভিড হাসপাতালে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুরোগীর চাপ। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে হাসপাতালে ডেঙ্গুরোগীদের জন্য নির্ধারিত বেড ফাঁকা নেই। ডেঙ্গুরোগীর সংখ্যা আরো বাড়লে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এডিস মশা বাহিত ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণবিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, রাজধানীর মিরপুরসহ যেসব এলাকা ডেঙ্গুর অন্যতম হটস্পট, সেখানকার রোগীদের জন্য মিরপুর লালকুঠি ও মহানগর হাসপাতালসহ কোভিডের জন্য ডেডিকেটেড হাসপাতালগুলোয় চিকিৎসা দেয়া হবে। যেহেতু সেগুলো এখন ফাঁকা, তাই সমস্যা হবে না।

এর আগে তিনি জানিয়েছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সব সরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App