এনডিপির সঙ্গে সংলাপে বিএনপি

আগের সংবাদ

ছাত্রলীগের ১৪ জনের নামে ছাত্র অধিকারের মামলা খারিজ

পরের সংবাদ

ডেঙ্গু রোগী এখন সব জেলায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২ , ৩:৩৯ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৮, ২০২২ , ৩:৩৯ অপরাহ্ণ

সারা দেশেই ডেঙ্গুর বিস্তার হয়েছে। এখন প্রত্যেক জেলায় ডেঙ্গুরোগী পাওয়া যাচ্ছে। হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। হাসপাতালে ৩ হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে। রোগীর সংখ্যা না কমলে মৃত্যুর সংখ্যা কমানো কঠিন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জনগণকে সচেতন হবার আহ্বান করেন।

মঙ্গলবার ( ১৮ অক্টোবর ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার কাজ করছে। কিন্তু মশা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগী বাড়বেই। বাসাবাড়িতে মানুষকে সচেতন হতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছি। যেন শিগগির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এর বিকল্প নেই। যেসব এলাকায় মশা বেশি সেসব এলাকায় স্থানীয় প্রশাসনকে অ্যাকটিভ হতে হবে। যেন মশা কমে আসে, আক্রান্তের সংখ্যা কমে আসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়