×

প্রবাস

বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট নেবে সৌদি দূতাবাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১০:৪৭ পিএম

বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট নেবে সৌদি দূতাবাস

প্রতীকী ছবি

রিক্রুটিং এজেন্সি প্রতিনিধিরা সোমবার (১৭ অক্টোবর) দিনভর অপেক্ষা করলেও সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের পাসপোর্ট জমা নেয়নি দূতাবাস। অবশেষে এ সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সৌদি দূতাবাস। সূত্র জানিয়েছে, দূতাবাসে পাসপোর্ট জমা দিতে কোনো অসুবিধা হবে না বায়রার।

এর আগে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার জন্য বায়রাকে এড়িয়ে ‘শাপলা সেন্টার’ নামে একটি এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো সৌদি দূতাবাস। সোমবার (১৭ অক্টোবর) জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার ডাটাবেজ নির্বাহী মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেয়ার ব্যপারে উদ্ভূত সমস্যা নিয়ে বায়রা নেতাদের অব্যাহত যোগাযোগের প্রেক্ষিতে রাজকীয় সৌদি দূতাবাসের রাষ্টদূত বায়রার মহাসচিবকে সোমবার বিকেলে অবহিত করেছেন যে, সৌদি দূতাবাসে যথারীতি সিডিউল মোতাবেক পাসপোর্ট গ্রহণ করা হবে।

যার ফলে বায়রা সদস্যরা প্রাপ্ত সিডিউল মোতাবেক সৌদি দূতাবাসে পাসপোর্ট ও ডকুমেন্ট জমা দিতে পারবে।

গত ৭ অক্টোবর সৌদি দূতাবাস জানায়, ১৫ অক্টোবর থেকে রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে সরাসরি কোনো পাসপোর্ট জমা নেয়া হবে না, বাংলাদেশ থেকে সৌদি আরবগামী কর্মীদের পাসপোর্ট শাপলা সেন্টারের মাধ্যমে জমা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App