×

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে, সন্তুষ্ট ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০২:২৯ পিএম

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে, সন্তুষ্ট ইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে, সন্তুষ্ট ইসি

গাইবান্ধা-৫ উপনির্বাচন সিসিটিভি ব্যবহার ও পর্যবেক্ষণ করে বন্ধ করে ইসি। তার একটি ইতিবাচক প্রভাব জেলা পরিষদ নির্বাচনে পড়েছে, এবং আজকের নির্বাচন সুষ্ঠু ও শান্তপূর্ণভাবে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুর দুইটায় ৫৭টি জেলাপরিষদ নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সিসিটিভি দিয়ে আমরা সার্বক্ষণিক মনিটরিং করেছি, কোথাও কোন অনিয়ম ঘটেনি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘আমরা টেলিফোনেও সংবাদ পেয়েছি নির্বাচনটি সুন্দর হয়েছে। সিটি টিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ আমাদের জন্য নির্বাচন পরিচালনায় একটি নতুন অভিজ্ঞতা হয়েছে। এটি আগামীতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সুযোগ করে দেবে।’

নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘প্রথম থেকেই বলে আসছি আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কী না? আপনারা দেখেছেন আজকে ভোটকক্ষে কোন দ্বিতীয় ব্যক্তি যায়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষণটি আরও সমৃদ্ধ করেছি। ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বিষয়টি নির্বাচনি সংস্কৃতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কী না? এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এই বিশ্লেষণে আমরা এখনও যাইনি। আর এটা আমাদের বিষয় নয়। এটা রাজনীতিবিদরা বুঝবেন। আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App