×

সারাদেশ

ছেঁউড়িয়ায় বসেছে সাধুর মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৮:৫২ এএম

ছেঁউড়িয়ায় বসেছে সাধুর মেলা

ছেঁউড়িয়া আখড়াবাড়ীতে বসেছে সাধুর মেলা।

মরমি সাধক বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী ছেঁউড়িয়া আখড়াবাড়ীতে বসেছে সাধুর মেলা। তিরোধান দিবসের আয়োজনকে আরো বর্ণিল করতে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও লালন একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

এর মধ্যে আখড়াবাড়ীর বাইরের মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। লালনমঞ্চে লালন একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালন সংগীত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভার পর রাতভর চলবে লালন সংগীতের আসর। আজ সন্ধ্যায় তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক ড. শাহীনুর রহমান, আলোচক থাকবেন লালন মাজারের খাদেম মোহাম্মদ আলী, শুভেচ্ছা বক্তব্য রাখবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. শারমিন আখতার, স্বাগত বক্তব্য রাখবেন লালন একাডেমির এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম, দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মুসতানজীদ, প্রধান আলোচক থাকবেন সাবেক সহসভাপতি লালন একাডেমি আবদুর রশীদ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন বানু, স্বাগত বক্তব্য রাখবেন এনডিসি ও লালন একাডেমির সদস্য সচিব শাহেদ আরমান, তৃতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন খাইরুল আলম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আরিফ উজ জামান, কুষ্টিয়া জজ কোর্টের জিপি এড আ স আখতারুজ্জামান মাসুম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ড. সেলিম তোহা, প্রধান আলোচক থাকবেন ইবি বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন, আলোচক এডভোকেট লালিম হক, শুভেচ্ছা বক্তব্য রাখবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখবেন এডহক কমিটির সদস্য সেলিম হক। আলোচনা সভা শেষে প্রতিদিন রাতে লালন মঞ্চে চলবে লালন সংগীতের আসর।

শনিবার দুপুরের পর থেকে দলে দলে বাউল সাধুদের আনাগোনা শুরু হয়। রবিবার দুপুর থেকে প্রকৃত লালন অনুসারী, ভক্তদের আগমন ঘটবে বলে জানা যায়। এবার তিন দিনব্যাপী উৎসবকে সফল করতে আখড়াবাড়ীর মূল ফটকসহ ৭টি স্পটে সিসি ক্যামেরাসহ পুরো এলাকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ সদস্য, এ ছাড়াও ট্যুরিস্ট, নৌ পুলিশ, র‌্যাবসহ অন্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা থাকছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। তিন দিনব্যাপী উৎসবে আগত সাধু-ভক্তদের জন্য একাডেমির উদ্যোগে থাকছে পুণ্যসেবা, বাল্যসেবা ও রাখালসেবা।

লালন একাডেমির এডহক কমিটির সদস্য সেলিম হক জানান, উৎসবে সাধু, গুরুদের জন্য বিশুদ্ধ পানি, তিন বেলা খাবার, থাকবার ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের অব্যবস্থাপনা যাতে না হয় সে জন্য আমরা সচেষ্ট থাকব। বাউল সাধু জিয়ার ফকির জানান, বাউল সাধক লালন সাঁই ছিলেন একজন মানবতার সাধক। তার দর্শন আত্মশুদ্ধির মধ্যেই মানবতার মুক্তি মেলে। সাঁইজির দর্শনে মন, মস্তিষ্ক থাকে মগ্ন। এটা একটা যোগ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাক পরিহিত পুলিশ। সিসি ক্যামেরা, তল্লাশি চৌকিসহ বিভিন্ন স্পটে নজরদারির জন্য পৃথক পৃথক টিম গঠন করা হয়েছে। তিনি আরো জানান, এই উৎসবকে সফল করতে জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App