×

আন্তর্জাতিক

পাকিস্তানের উপনির্বাচনে ইমরানের বড় জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০১:৩৪ পিএম

পাকিস্তানের উপনির্বাচনে ইমরানের বড় জয়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান

পাকিস্তানে উপ-নির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে ছয় আসনেই জয় পেয়েছে দলটি।

জানা যায়, উপ-নির্বাচনে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পিটিআই। খবর জিও নিউজের।

পাক নির্বাচন কমিশন বলছে, পাঞ্জাব অ্যাসেম্বলির তিন আসনের উপ-নির্বাচনে দুইটিতেই জয় পেয়েছে পিটিআই।

ইমরান খানের এই জয়ের ফলে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির ক্ষমতাসীন জোট।

তথ্য বলছে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএলএন শুধু শেখুপুরা আসনে জয়ের মুখ দেখেছে। করাচি ও মুলতানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবশ্য হেরেছে ইমরানের দল। ওই দুই কেন্দ্রে জিতেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

চলতি বছরের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান। তারপর থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে পিটিআই। শাহবাজ সরকারকে সরাতে উঠেপড়ে লাগেন ইমরান অনুসারীরা। দেশের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ করে পিটিআই। তার পর এই উপ-নির্বাচনে অধিকাংশ আসনে ইমরানের দলের জয় উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App