ঝিনাইদহের কালীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে সদস্য (পুরুষ) পদে ভোটে দাঁড়িয়ে একটি ভোট পাননি রেজাউল করিম রেজা।
সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল এমন তথ্য উঠে এসেছে। কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম রেজা টিউবওয়েল প্রতিক নিয়ে ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সদস্য (পুরুষ) পদে প্রতিদ্বন্দিতা করেন। রেজাউল করিম রেজা কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
নির্বাচনী সূত্র জানিয়েছে, ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলা থেকে তিনজন সদস্য প্রতিদ্বন্দিতা করেন। এখানে মোট ভোটার ছিলেন ১৫৯ জন। এরমধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এরমধ্যে অটোরিক্সা প্রতিকের জাহাঙ্গীর হোসেন সোহেল পেয়েছেন ৭৯ ভোট ও উটপাখি প্রতিকের জসিম উদ্দিন সেলিম পেয়েছেন ৭৯ ভোট। তারা দুজনই একই ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়ের প্রতিকের রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি।
তবে, এ ব্যাপারে রেজাউল করিম রেজার বক্তব্য নিতে তার মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভি করেননি।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সদস্য (পুরুষ) পদে টিউবওয়ের প্রতিকের রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি। বাকি দুই প্রার্থী একই ভোট পেয়েছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করে যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেজাউল করিম রেজা। ভোটের মাত্র চারদিন আগে বাড়ি ফিরেছেন তিনি। এরপর নির্বাচনী প্রচারে খুব বেশি দেখা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।