×

সারাদেশ

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০২:৩৮ পিএম

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে বাদী হয়ে মামলা করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে আওয়ামীলীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে বাদী হয়ে মামলা করেছে পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) দিনগত রাত দুইটার দিকে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা করে। এতে তিন পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের কাজে বাধাদান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

এর আগে, শনিবার বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়।

বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েক শ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App