×

জাতীয়

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৮৫৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৬:০১ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সবোর্চ্চ আক্রান্তের রেকর্ড।

রবিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট দুই হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৯৫৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৫ হাজার ১৮১ জন। আর চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২৪০ জন ডেঙ্গু রোগী।

চলতি মাসের ১৬ দিনে আক্রান্ত হয়েছেন নয় হাজার ৮৯ জন ও মৃত্যু হয়েছে ৩৯ জনের। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৮১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App