×

অর্থনীতি

ডলারের কারণে বাগে আনা যাচ্ছে না বৈশ্বিক মূল্যস্ফীতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৮:৫৮ পিএম

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ডলার শক্তিশালী হওয়ায় মূল্যস্ফীতি বাগে আনা যাচ্ছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শক্তিশালী ডলারের এই সংকট কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। ওই প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালের পর এখন সবচেয়ে শক্তিশালী পর্যায়ে রয়েছে ডলার। ডলারের বিপরীতে জাপানের ইয়েনের দাম কমেছে ২২ শতাংশ ও ইউরোর দাম কমেছে ১৩ শতাংশ। মাত্র কয়েক মাসের ব্যবধানে ডলারের এমন শক্তিশালী হয়ে ওঠার সামষ্টিক অর্থনৈতিক ব্যাপক প্রভাব রয়েছে প্রায় সব দেশের ওপর। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে এখন একতরফা শাসন করে চলেছে ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, ডলার শক্তিশালী হওয়ায় নিম্ন আয়ের দেশগুলোর ঋণ সংকটে পড়ার আশঙ্কা বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App