×

আন্তর্জাতিক

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১২:৪৪ পিএম

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) রুশ মিসাইল হামলায় কার্যত এই বিদ্যুৎকেন্দ্রটি অকেজো হয়ে যায়। খবর আলজাজিরার।

কিয়েভের গভর্নর অলেকসিয়ে কুলেবা এ তথ্য জানিয়েছে। তবে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি জ্বালানি তেলের ডিপোয় হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ওই ডিপোয় আগুন ধরেছে। শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন বেলগোরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

মূলত ওই হামলার পরই রাশিয়া কিয়েভের ওই বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইউক্রেনের হামলার পর জ্বলন্ত ডিপোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বেলগোরোদের গভর্নর। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে ও কালো ধোঁয়া উঠছে।

এর পাল্টা হামলা হিসেবেই রাশিয়া কিয়েভের ওই বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App