×

জাতীয়

অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৯:৩৮ এএম

অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

বিচারপতি ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ

কোর্টের অবকাশ শেষে ৪৪ দিন পর আজ রবিবার (১৬ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রথমদিনে বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান চলছে।

গত ২ সেপ্টেম্বর থেকে দেশের সর্বোচ্চ আদালতে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে গতকাল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫টি বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা আনুযায়ী বিচারিক কাজ চলবে। কার্যতালিকায় শুনানির জন্য ১৬৫৮টি মামলা রয়েছে।

অবকাশকালীন ছুটি শেষে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিগণ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠান চলবে। মূল ভবনের ভেতরের লনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App